কেয়ারিং সত্যিই আজিব একটা জিনিস!
কিছু মানুষ চায় কেউ একজন তার কেয়ার করুক, সবসময় তাকে আগলে রাখুক, তাকে সময় দিক, অ্যাকচুয়ালি পিপল লাভস অ্যাটেনশন। দুনিয়াতে কেউ কেউ সত্যিই খুব লাকি আবার কেউ চেয়েও নিজের মনের মত মানুষ পায়না। এমনও মানুষ আছে যাদের কাছে এই গুছিয়ে রাখা আগলে রাখা বিষয় গুলো ঢং ছাড়া কিছুই না, তারা ভাবে অতিরিক্ত অ্যাটেনশন দেওয়া মানেই তার প্রতি পজেসিভ হওয়া, তাকে কন্ট্রোল করা ইত্যাদি, একচুয়ালি সেটা নয়! এগুলো সবই নিখুঁত ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র।
এই ভালোবাসা জিনিসটা সত্যিই অদ্ভুত! কেউ সারাজীবন তপস্যা করেও পায়না আবার কারো কাছে ভালোবাসা মানে শুধুই টাইম পাস।
আমাদের মনে রাখা উচিত প্রত্যেকেরই একটা নিজেস্ব স্পেস আছে, যেখানে একমাত্র সে নিজেই থাকবে সেখানে করো নাক গলানোর অধিকার নেই। আমাদের মধ্যে অনেকেই এমন আছে যে একজন আরেকজনের প্রতি ওভার পজেসিভ, এটা একদমই ঠিক নয়, পজেসিভ হওয়া যদি ভালোবাসা অটুট করে তোলার প্রথম ধাপ হয় তবে ওভার পজেসিভনেস ভালোবাসতে কফিনের শেষ পেরেক।
- একে অপরকে সম্মান করা;
বেশিরভাগ রিলেশন ব্রেক হওয়ার অন্যতম কারণ হলো একে অপরকে সম্মান না করা! সম্পর্কের প্রথম দিকে একজন ব্যক্তি তার সঙ্গীকে যতটা সম্মান করে দিনকে দিন তার পরিমাণ কমতে থাকে, এবং ক্রমেই একজন আরেকজনের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে। প্রতিটি সম্পর্কের মধ্যেই রেসপেক্ট থাকা দরকার, যেখানে রেসপেক্ট নেই সেখানে ভালোবাসা মূল্যহীন।
- ইগো প্রবলেম;
ইগো সত্যিই খুব খারাপ জিনিস, সম্পর্কে ইগো থাকলে সে সম্পর্ক বেশিদিন টিকবে না। সুতরাং দুজনের মধ্যেই ইগো প্রবলেম দূর করতে হবে, তবেই সম্পর্ক সুমধুর হয়ে উঠবে।
- মিসআন্ডারস্ট্যান্ডিং;
সম্পর্কে ঝামেলা মিস আন্ডারস্ট্যান্ডিং থাকবেই, সব সম্পর্কেই মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে তাই বলে রাগ করে থাকলে চলবে? একটা ছোট্ট সরিই হয়ত যথেষ্ট সব কিছু আগের মত করতে। ইগো ঝেড়ে ফেলুন সঙ্গীকে একবার মিষ্টি করে ডেকে সরি বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে।
- বিশ্বাস;
পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো ব্রেকাপ হয়েছে সব ব্রেকাপের পেছনে রয়েছে অবিশ্বাস! প্রথম দিকে কত বিশ্বাস একে অপরের প্রতি, কিন্তু আস্তে আস্তে অনেক সম্পর্কেই অবিশ্বাস ডানা মেলে, অবিশ্বাস মানেই সন্দেহ। কোনো সম্পর্কে যদি সন্দেহের বিষ ঢুকে যায় তবে সে সম্পর্ক টেকানো মুশকিল আছে। কোনো বিষয় নিয়ে আপত্তি থাকলে সঙ্গীকে বলুন এটাতে আপনার আপত্তি, সন্দেহ না করে সত্যিটা জানার চেষ্টা করুন, আর যদি সত্যিই দেখেন যে আপনাকে ঠকাচ্ছে দেন আপনার ডিসিশন।
যাইহোক, এক হাতে কখনো তালি বাজে না, প্রতিটি ক্ষেত্রেই দুজনের কম বেশি দোষ থাকে। ঝগড়া ঝামেলা, রাগ, ভুল বোঝাবুঝি সবকিছুই রিলেশনশিপের অঙ্গ, সব কিছুর মধ্যে দিয়েই আপনার সম্পর্ক আপনাকে ভালো করে তুলতে হবে, এ দায়িত্ব দুজনেরই।
ধন্যবাদ।
Post a Comment