আরিশা আর আমি, ২৮ তারিখ, বোনের বাড়ি!

28 এ 27 হ্যাঁ মে মাসের 28 তারিখ আমার জন্মদিন ছিল 27 বছর পূর্ণ হয়েছে। এই দিনে স্পেশাল কিছু করিনি, নরমালি যেরকম ভাবে প্রতিদিন ঘুম থেকে উঠি ঠিক তেমনই টাইমে উঠেছিলাম। রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই ঝুমু উইশ করে তারপরে রুমু তারপরে এশা এভাবেই অনেকেই উইশ করতে থাকে। আর আমি রিপ্লাই করেই যায়। বিকেলে ৩ টার দিকে বোনের বাড়ি গেছিলাম আমি আর আব্বাজি, যাবার পথে হিতানপুরে মিষ্টি নিলাম সেখানে আব্বাজি আমাকে ১০০ টাকা দেয় মেবি সেটা বার্থডের জন্য। বোনের বাড়ি গিয়ে টিফিন খেয়ে ভাগ্নির সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার মাঝেই বোন সিতাভোগ করে খাওয়ালো। বোনের বাড়িতে ডিনার সেরেই বাড়ি ফিরলাম দুই বাপুতে। তারপর মুকলেস কে নিয়ে গেলাম বানিয়াখালি বাজারে। সেখানে একটু বসে সিঙ্গাড়া খেলাম আরো কিছু ছিল সাথে। তারপর বাড়ি ফিরলাম ৯টার আশেপাশে। জীবনের ২৭ বছর পার করে ফেললাম কিন্তু আজও স্পেশাল কিছু করতে পারলাম না। প্রতিষ্ঠিত তো হতে পারিইনি। জানিনা আদৌ কবে কিছু করতে পারব। ভীষন ফ্রাস্ট্রেশনে ভুগি মাঝে মাঝে, কিন্তু কাউকে বুঝতে দিই না। হাসিখুশি ভাবেই দিন কাটিয়ে দিই। করোনা ভাইরাস সব কিছু শেষ করে দিল। দুটো বছর পুরো চুপ চাপ বসে। যদিও আমি বসে থাকলেও অনেক কিছুই করেছি যেমন, অনলাইনে কনফারেন্স বা ওয়েবিনার অনেক অ্যাটেন্ড করেছি সাথে সার্টিফিকেটও পেয়েছি সেসবের। তারপর অলমোস্ট ৫-৬ টা PhD Mphil এর জন্য ইন্টারভিউ দিয়েছি অবশ্য সেগুলো পরীক্ষায় পাস করার পরে। কিন্তু আনফরচুনেটলি কোথাও কিছু হয়নি।

যাইহোক সেসব বলতে গেলে লেখা শেষ হবে না।

জন্মদিনটা স্পেশাল কিছু হয়নি। প্রতিবার দুই রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ পড়ি এবার সেটাও হয়নি। এই আরকি।

Post a Comment

Previous Post Next Post