এ কেমন ভালোবাসা?
- গেয়ো ভূত

তুমি এসে অগোছালো জীবন গুছিয়ে দিয়েছিলে,
তুমি চলেগেছ, তাই আজ গোছালো জীবনটাও
অভিসপ্ত হয়ে রয়ে গেছে।
তুমি পাশে ছিলে,
তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম।
হঠাৎই তুমি চলে গেলে,
আমার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল।
চলেই যদি যাবে, বাসলে ভালো কেন তবে?
চাইলেই তো আবার ফিরে এসে
অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে পারো,
কেন তবে এত দূরে ?
তুমি কি বোঝো না এমনের কষ্ট?
রাতের পর রাত,
দিনের পর দিন,
আমি যে তোমারই পথ চেয়ে বসে রয়েছি...
আমার বিশ্বাস তুমি ফিরবে।
ভালোবেসেছিলাম...
ভালোবাসি...

সারাজীবনই ভালোবেসে যাব।।

Post a Comment

Previous Post Next Post