ভালোবাসি
- গেয়ো ভূত!
ভালোবেসে করেছি তোমায় আপন,
কাটাব তোমারই সাথে সারাজীবন।
থাকলে তুমি পাশে
করব অসম্ভব কে সম্ভব।।
কে কি বলবে তাতে কি যায় আসে?
ভালোবাসি, তাইতো
কতশত স্বপ্ন দেখি তোমায় ঘিরে।।
তুমি আমার সুখদুঃখের সাথি,
পাড়ি দিতে চাই তোমায় নিয়ে স্বপ্নের ভূবনে,
যেখানে ভালোবাসাবাসির হবেনা কোনো শেষ।
Post a Comment