বন্ধু
                 ~গেয়ো ভূত!

সুখ দুঃখের সাথী তোরা
সাথী এপথ চলার,
সাক্ষী তোরা খারাপ ভালোর
জানিস আমার সবই।।
প্রাণ প্রিয় বন্ধু তোরা 
ভালোবাসি তোদের।।
সর্বক্ষণ থাকব সাথে
এই অঙ্গীকার মোদের।।
খারাপ সময়ের সাথী তোরা 
সাথী ভালো কাজের।
বন্ধু তোরা ভাই তোরা
তোরাই আমার গাইড।।
ভাগ্য গুনে পেয়েছি আমি
বন্ধু তোদের মত,
সারাজীবন থাকিস পাশে
আসুক বাধা যত।।
আল্লাহর কাছে হাজার শুকুর
বন্ধু তোদের পেয়ে,
ভালো থাকিস সুখে থাকিস
এই দুয়া যাই করে।।


(ছবিতে কবির প্রাণপ্রিয় দুই বন্ধু)

Post a Comment

Previous Post Next Post