১৯৯৪ সালের ২৮শে মে রাত বারোটা বেজে ১০ মিনিটে আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকতে এই দুনিয়ার বুকে এসেছিলাম, আজ তার ২৫ বছর পূর্ণ হল। আলহামদুলিল্লাহ এই পঁচিশটা বছর কোনরকমের বাধা বিপত্তি ছাড়াই সুন্দর ভাবে কাটিয়ে দিলাম। জানিনা জীবনের বাকি সময়গুল কিভাবে কাটবে। আজকের দিনটা সুন্দর করে তুলেছে বন্ধুদের শুভেচ্ছা বার্তা। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধু-বান্ধব, স্যার ম্যাম, ভাইবোন আত্মীয় স্বজন ও আমার সকল শুভাকাঙ্খিদের। ফেইসবুক হোয়াটসঅ্যাপ ফোনকল ও ম্যাসেজের মাধ্যমে খুব সুন্দর সুন্দর বার্তা দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগের বছর রাত ১২ টার সময় আমার খুব কাছের বন্ধু রুমু-ঝুমু দুই বোন ফোন করে শুভেচ্ছা জানিয়েছিল, আর আজকের প্রথম শুভেচ্ছা বার্তাটি পাঠায় আমার প্রাণপ্রিয় বন্ধু শুভ, (এক্সপেক্টেশন যদিও ছিল আলাদা), এবং দ্বিতীয় বার্তাটি পাঠায় আমার একমাত্র আদরের বোন সামিমা। কাল একটু ক্লান্ত থাকার কারনে তাড়াতাড়িই তন্দ্রাছন্ন হয়ে পড়েছিলাম, ঠিক বারোটার সময়ই ঘুম ভাঙ্গে এবং শুভকে রিপ্লাই করি। পরে একের পর এক শুভেচ্ছা বার্তা আস্তে থাকে বিভিন্ন মাধ্যম থেকে। এত জনের দুয়া/আশীর্বাদ পেয়ে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। অনেকেই ভালবেসে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আমাকে ট্যাগ করেছে তাদের মধ্যে অন্যতম হল আমার বোন, ও খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে আজ। তাছাড়া রুমুর বানানো ভিডিওটা অসাধারন! আগের বছরেও ও একটা ভিডিও করেছিল খুব সুন্দর করে। রেন্টু ভাইয়ের বানানো ভিডিও আমার খুব ভাল লেগেছে। সর্বোপরি সকলেই দারুন দারুন উইশ করেছেন তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।
প্রতি বছরের মত আজও শুকরিয়া স্বরুপ দুই রাকাত নামাজ পড়েছি, সাথে বাকি সব নামাজই আদায় করেছি আলহামদুলিল্লাহ! অন্যদিন অত স্পেসাল মনে হয়নি যতটা আজ হয়েছে। আজ আমার বোন আমার জন্মদিন উপলক্ষে একটা খুব সুন্দর কেক নিয়ে এসেছিল, আমি যা কল্পনাও করেছিলাম না। আজ প্রথমবারের জন্য জন্মদিন উপলক্ষে কেক কেটেছি মা আব্বাজি ও বোনের উপস্থিতিতে। আজকের দিনটা আমার কাছে খুবই স্বারনীয় হয়ে থাকবে। লেখার অনেক কিছুই ছিল কিন্তু আলসি লাগছে, একটু ঘুমও পেয়েছে ;)।
ভালো থাকবেন সবাই, আমার ভালবাসা নেবেন, আর অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দুয়া করবেন।
ধন্যবাদ সবাইকে!
শুভ রাত্রি।

Post a Comment

Previous Post Next Post