কি দেখার কথা কি দেখলাম🙊
শিয়ালদা থেকে পার্ক সার্কাস যাবার বাসে উঠেছি, বাসের পেছনের দিকে একটা সিট ফাঁকা আছে সেখানে গিয়ে বসলাম। কলকাতার অনেক বাসে একটা সাইডের সিট গুলো মহিলাদের জন্য রিজার্ভ থাকে, যেগুলো কাল প্রায়ই ফাঁকা প্রতিটা সিটে একজন করে বসে আছে। ইচ্ছা করলে কোনো ছেলেও সেখানে বসতে পারে বাধা নেই কিন্তু কোনো মেয়ে এলে সিট ছেড়ে দিতে হয়। আমি পিছনের নরমাল সিটেই বসে আছি। সামনের দিকে তাকিয়ে দেখলাম এক ভদ্রলোক গোমড়া মুখে বসে রয়েছে জানালার ধারে, আর তার পাশে বসে রয়েছে এক ইয়ং মহিলা মাথায় চুলের বড়ো ঝুটি। মাথাটা সিটের দিকে ঝুঁকে রয়েছে। রোগা পাতলা ওই মহিলার পরনে জিন্স আর টিশার্ট, ভাবলাম লোকটার সাথে ঝামেলা হয়েছে হয়ত। পাশের লেডিস সিট ফাঁকা থাকা সত্বেও ওই গোমড়া মুখো লোকটার কাছে বসে আছে মানেই ওরা হয়ত কাপল বা বন্ধু হতেই পারে। কিছুক্ষণ পর মল্লিক বাজারের কাছে বাসে এক ভদ্রলোক উঠে ওদের দুজনের পাশে দাড়াল। একটু এদিক সেদিক দেখে মহিলাকে উদ্দেশ্য করে বলল আপনি একটু এদিকে (লেডিস সিটে) বসুন না। তারপর যা দেখলাম ভাই তার জন্য বাসের যাত্রীরা আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মাথা তুলতেই আমার ধারণা পুরো চেঞ্জ, ওটা কোনো মহিলা নয় আস্ত একটা ছেলে মাথায় বড়ো বড়ো চুল রেখেছে দারুন করে ঝুঁটি বেধে। ছেলেটা মাথা তুলে তাকাতেই লোকটা বললো সরি সরি আমি বুঝতে পারিনি। আর আশেপাশের সবাই ওই ভদ্রলোক সহ ফিক ফিক করে হাসছে আমিও হাসি থামিয়ে রাখতে পারিনি 🤣🤣🤣
মনে মনে ভাবলাম কি দেখার কথা কি দেখলাম🙊
Post a Comment